অপরাধ দমনে সিসি ক্যামেরার আওতায় এলো পূবাইল থানা এলাকা।
বি এ রায়হান, গাজীপুর
গাজীপুরের-৫ আসনের সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি বলেছেন, এলাকায় সিসি ক্যামেরা স্থাপন করে অপরাধ দমন করা সম্ভব। তিনি ব্যবসা প্রতিষ্ঠানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সকলকে সিসি
ক্যামেরা স্থাপনের পরামর্শ দিয়েছেন। নারী ও শিশু, কিশোরদের সহিংসতা দমাতে অভিভাবক, প্রশাসন ও এলাকাবাসী সকলকে একত্রে কাজ করার অনুরোধ জানিয়েছেন।
বুধবার বিকেলে গাজীপুর মহানগরের পূবাইল থানা চত্বরে সিসি ক্যামেরা উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে ওইসব কথা বলেন।
গাজীপুর মহানগর পুলিশের উপ-কমিশনার ইলতুৎ মিশের সভাপতিত্বে ও সহকারী পুলিশ কমিশনার (টঙ্গী জোন) মোঃ আশরাফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর পুলিশের কমিশনার খন্দকার লুৎফুল কবির।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ কমিশনার মো. বরকত উল্লাহ খান, গাজীপুর মহানগরের ৪০ নং ওয়ার্ডের কাউন্সিলর আজিজুর রহমান শিরিষ,লতা হারবাল কোম্পনীর চেয়ারম্যান ও সিসি ক্যামেরা বাস্তবায়ন অর্থ উপ-কমিটির আহ্বায়ক আইয়ুব আলী ফাহিম।
উপ-কমিশনার মোহাম্মদ ইলতুৎ মিশ বলেন, এলাকায় মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং ও
নারীর প্রতি ডিজিটাল ভায়োলেন্স বন্ধ করতেই এ উদ্যোগ নেয়া হয়েছে। পূবাইল থানা এলাকার প্রায় ১৬ কিলোমিটার এলাকা জুড়ে ফিডাররোডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ১০০টি সিসি ক্যামেরা ও আইপি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এসব ক্যামেরার মাধ্যমে পুরো থানা এলাকা সার্বক্ষণিক নজরদারি করা হবে। এতে যে কোন অপরাধ দমনের আগেই অপরাধীদের গ্রেপ্তার করা সম্ভব হবে। থানায় বসেই অপরাধীদের কর্মকান্ড মনিটরিং করা সম্ভব হবে।
গাজীপুর মহানগরের পুলিশ কমিশনার তার বক্তব্যে বলেন, মদ, জুয়া মানুষের মাঝে
বিশৃঙ্খলা সৃষ্টি করে, হানাহানি সৃষ্টি করে। তিনি আরো বলেন, সন্ত্রাস ও সন্ত্রাসী কর্মকান্ড দমন করা আমাদের ঈমানী দায়িত্ব।